বলিউডের সুপারফিট নায়কদের একজন টাইগার শ্রফ। প্রেমিকা দিশা পাটানিই–বা পিছিয়ে থাকবেন কেন? টাইগার শ্রফের সঙ্গে পাল্লা দিয়ে ওয়ার্ক আউট করেন তিনি। নতুন নতুন চ্যালেঞ্জ নিতেও পিছপা হন না এই বলিউড নায়িকা। হরহামেশাই ফিটনেসকেন্দ্রিক নানান ভিডিও পোস্ট করেন দিশা। তাঁর পোস্ট করা তেমনই এক ভিডিও দেখে এবার সবার চক্ষু চড়কগাছ।
এই বলিউড তারকা শুধু লিখেছেন, ‘পরবর্তী ধাপ।’ তার মানে, দিশার দিকে আবার এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন টাইগার। কিছুদিন আগে টাইগার তাঁর অনুরাগীদের এক বড়সড় চমক দিয়েছেন। এই বলিউড নায়ক ১৮০ কিলো ওজন তুলে স্কোয়াট করেছিলেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, রোগা, হিলহিলে শরীরের ৫০ কিলোগ্রামের মেয়েটার কাঁধে ৮০ কিলো ওজন। জিমে এই নিয়েই দিব্যি ‘বারবেল স্কোয়াট’ দিচ্ছেন দিশা। দেখে রীতিমতো অবাক নেট জনতা।
অনেকেই তাঁর এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। দিশার এই শরীরচর্চায় তাঁরা উদ্বুদ্ধ। একজন লিখেছেন, ‘আপনি আমাদের উৎসাহিত করুন ম্যাম।’ আরেকজনের মন্তব্য, ‘বলিউডের সবচেয়ে প্রিয় অভিনেত্রী।’