ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫২ জনের নমুনা পরীক্ষা করে ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা গেছেন নয়জন।
আজ সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।