ষাট দশকের বিখ্যাত অভিনেত্রী তনুজা। তাঁর দুই মেয়ে কাজল ও তানিশা। কাজল বলিউডে সফল অভিনেত্রী। তানিশা বড় বোনের মতো না হলেও স্বক্ষেত্রে নিজের মতো করে সফল। কিন্তু অভিনয়ের প্রসঙ্গ এলেই সব সময় বড় বোনের সঙ্গে তুলনা চলে আসে। এতে বিরক্ত তানিশা।
ই–টাইমসকে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারে শুরুতে সবাই চাইতেন তিনি যেন কাজলের মতো অভিনয় করেন, কাজলকে ছাপিয়ে যান। কিন্তু তিনি মনে করেন, কখনোই তিনি তাঁর বোনের মতো হতে পারেন না। কাজলের আছে সবুজাভ চোখ। কোঁকড়ানো চুল। এমনকি কাজল তাঁর থেকে লম্বাও।
তবে এই তুলনা যে শুধু তাঁর ক্ষেত্রেই হচ্ছে, এমনটি নয়। তাঁর ধারণা, কাজলও যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছেন, তাঁকেও তখন মা তনুজার সঙ্গে তুলনা করা হয়েছে। এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি ও কাজল এই তুলনার মোকাবিলা করে আসছেন ক্যারিয়ারের প্রথম থেকেই। তবে তাঁরা ভাগ্যবান যে তনুজার মতো অসাধারণ একজন মা তাঁদের আছেন।