বর্ষায় এলাকার মানুষের চলাচলের প্রধান সড়কের বেশ কিছু অংশ পানিতে তলিয়ে যায়। তখন সেখানে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মানুষ ওই অংশটুকু পারাপার হয় নৌকায়। যাদের নৌকা নেই, তারা কখনো কোমর আবার কখনো হাঁটুসমান পানি ভেঙে যাতায়াত করে। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি পোহাতে হয় বেশি।
মানুষের এই দুর্ভোগ আর ভোগান্তি মেটাতে একদল যুবক নিজেরা টানা দুই দিন স্বেচ্ছাশ্রমে কাজ করে সেখানে তিনটি সাঁকো তৈরি করেছেন। যুবকদের এই কাজে খুশি এলাকার মানুষ।