দেশে আবার গণটিকাদান শুরু হচ্ছে। আজ সোমবার সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে চীনের সিনোফার্মের টিকা দেওয়া হবে। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার থেকে ১২টি মহানগরে মডার্নার টিকা দেওয়া শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
দ্বিতীয় পর্যায়ে গণটিকাদান এমন সময় শুরু হচ্ছে, যখন দেশে সংক্রমণ, রোগী শনাক্তের হার ও করোনায় মৃত্যু অনেক বেশি। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দেশে বিধিনিষেধ চলছে। এই পরিস্থিতিতে গণটিকাদানের গুরুত্ব কতটুকু বা টিকাদান কতটা কাজে আসবে, এমন প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সায়েদুর রহমান প্রথম আলোকে বলেন, মানুষের মধ্যে টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহ আছে। কিন্তু একসঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন টিকা দেওয়ার কারণে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ আছে। টিকা ব্যবস্থাপনা সুষ্ঠু করার পাশাপাশি এক টিকার চেয়ে অন্য টিকার গুণমান নিয়ে মানুষের মনে যেন কোনো প্রশ্ন না ওঠে, সে ব্যাপারে সবাইকে আশ্বস্ত করার দায়িত্ব সরকারের স্বাস্থ্য বিভাগের।