হঠাৎই যেন সিদ্ধান্তটা এসে গেছে। হারারে টেস্টের তৃতীয় দিন থেকে গুঞ্জন চলছিল, এই টেস্টের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবেন মাহমুদউল্লাহ। এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, মাহমুদউল্লাহও কাল টেস্টের পর অবসর নিয়ে কোনো কথা বলেননি। তবে কাল টেস্টের পঞ্চম দিনে মাহমুদউল্লাহকে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থেরা, যেটি পরিষ্কার ইঙ্গিত দিয়ে যায় তাঁর টেস্ট থেকে অবসরের।
মাঠের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও মাহমুদউল্লাহকে বিদায়ী অভিবাদন জানিয়েছেন সতীর্থরা। টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, উইকেটকিপার মুশফিকুর রহিম, পেসার রুবেল হোসেন, অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজসহ অনেকে মাহমুদউল্লাহর টেস্ট থেকে অবসর নিয়ে লিখেছেন ফেসবুকে।
লাল বলের ক্রিকেটে মাহমুদউল্লাহর বাংলাদেশ অধ্যায় শেষ হয়ে গেলেও সাদা বলের ক্রিকেটে তাঁর সঙ্গে আরও সময় কাটানোর অপেক্ষায় তামিম, ‘লাল বলের ক্রিকেটে আপনি (বাংলাদেশকে) যেভাবে সেবা দিয়ে গেছেন, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সীমিত ওভার ক্রিকেটে আপনার সঙ্গে ড্রেসিংরুমে দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি।’
মুমিনুল হক সম্মান আর ভালোবাসায় ভাসালেন মাহমুদউল্লাহকে, ‘রিয়াদ (মাহমুদউল্লাহর ডাকনাম) ভাই, আপনার সঙ্গে এই পথ চলতে পারা আমার জন্য ছিল দারুণ সম্মানের। আপনার অবদান আর ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ।’