‘অবলিউডি’ পরিবার থেকে এসে বলিউডের প্রতিষ্ঠিত নায়িকাদের ঠেলে সরিয়ে নিজের জায়গা করে নিতে সময় নেননি রাধিকা আপ্তে। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীকে বলা হয় ‘কুইন অব ওটিটি’। আর এখন ফ্যাশনের ক্ষেত্রেও অস্বীকার করা যাচ্ছে না তাঁকে। বরং দিন দিন ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও হয়ে উঠছেন অপরিহার্য।
রাধিকার মা–বাবা দুজনই ডাক্তার। মা–বাবা চেয়েছিলেন, মেয়েও হাঁটুক তাঁদের রাস্তায়। কিন্তু জীববিজ্ঞান ভালো লাগে না রাধিকার, তিনি ভালোবাসেন গণিত। গণিতেই উচ্চশিক্ষা নিলেন। তবে বলিউডের দিকে চোখ রেখে। এখনো অভিনয়ের ফাঁকে ফাঁকে গণিতের সমস্যা-সাগরে ডুব দেন। সমাধান করেই হাসিমুখে ভেসে ওঠেন। সেটা নাকি তাঁকে বলিউডের গণিত বুঝতে সাহায্য করে। একেকটা গণিতের সমাধানের পর তিনি নাকি আরও ভালো অভিনয় করেন।
সে যা–ই হোক, লকডাউনে দুর্দান্ত সব ফটোশুট করে ফ্যাশনের দুনিয়ায় নিজের জায়গা পাকাপোক্ত করছেন রাধিকা। স্বরা ভাস্বর ও মালবিকা শর্মাকে সঙ্গী করে দেখা দিয়েছেন ভোগ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের মার্চ সংখ্যার প্রচ্ছদে। হয়েছেন ফেমিনার প্রচ্ছদকন্যাও।