ফাইনালটা হলো ফাইনালের মতোই। নির্ধারিত সময় শেষেও নিষ্পত্তি হয়নি ম্যাচের। অতিরিক্ত সময় শেষেও তাই। শেষ পর্যন্ত টাইব্রেকারে নির্ধারিত হলো জয়ী দল।
ওয়েম্বলিতে ইউরো ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে ১-১ গোলে নির্ধারিত সময়ে সমতায় ছিল ইতালি। অতিরিক্ত সময়েও গোল পায়নি কোনো দল। টাইব্রেকারে ৩-২ গোলের জয়ে মহাদেশীয় শ্রেষ্টত্বের মুকুট জিতে নেয় ইতালি। ঘরের মাঠে হৃদয় ভাঙে ইংল্যান্ডের।
ম্যাচের ২ মিনিটে লুক শ-র গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ৬৭ মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে সমতায় ফেরে ইতালি। টাইব্রেকারে ইংল্যান্ডের হয়ে লক্ষ্যভেদে ব্যর্থ হন বাকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড ও জ্যাডন সানচো।
ইতালির হয়ে বেলোত্তি ও জর্জিনহো গোল করতে ব্যর্থ হন। ওয়েম্বলিতে এই হারে স্বাগতিক সমর্থকদের ‘ইটস কামিং হোম’ গান আর পূর্ণতা পেল না। ইউরো শিরোপা ‘হোমে’ নয় রোমেই গেল। আসুন ছবিতে দেখে নেই ফাইনালের কিছু মুহূর্ত।