রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত মফস্বল শহর পর্যন্ত খেলার মাঠগুলো হারিয়ে যাচ্ছে। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে মাঠগুলোকে জড়িয়ে থাকা উচ্ছল শৈশব ও তারুণ্যের উদ্যম।

একদিকে ডিজিটাল যুগে স্ক্রিনমুখী হয়ে ওঠা শিশু–কিশোর ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নেই, অন্যদিকে চোখের সামনে একের পর এক মাঠগুলো নানাভাবে দখল হয়ে যাচ্ছে। বরগুনা শহরে ৫০ বছরের ঐতিহ্যবাহী একটি খেলার মাঠ নিয়ে এমন উদ্বেগ দেখা গেল। মহামারিতে লকডাউনের আড়ালে মাঠ নষ্ট করে করা হচ্ছে বৃক্ষরোপণ। বনায়নের জন্য বিকল্প জায়গা থাকলেও মাঠটির ওপরই চোখ পড়েছে বিবেচনাহীন কর্তৃপক্ষের। এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে পরিবেশসচেতন ও ক্রীড়ামোদী স্থানীয় মহলের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *