বলিউডে ‘জিরো ফিগার’কে জনপ্রিয় করার ক্ষেত্রে কারিনা সামনে থেকে কলকাঠি নেড়েছেন। ফ্যাশন আইকন হিসেবে এখন যাঁরা নাম করছেন, তাঁদের গুরু কারিনা। ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার সেই পু বা ‘জাব উই মেট’ সিনেমার গীত— পর্দার বাইরেও কারিনা নিজেকে একজন সফল ফ্যাশন আইকন হিসেবে প্রতিষ্ঠা করেছেন। কারিনা যে দুই ফিতার স্যান্ডেল পরেন, সেটিও হয়ে যায় ট্রেন্ড। দেখে নেওয়া যাক কারিনার তিনটি জুতার কথা।
কারিনার কালেকশনে খুব কম স্যান্ডেল আছে, যেগুলোর দাম লাখের কম। এই সাধারণ চেহারার হলুদ লিডো স্যান্ডেলটি কিন্তু দামে খুব সাধারণ নয়। বরং অসাধারণ বললেও বাড়াবাড়ি হবে না। এটা বোটেগা ভেনেটা ব্র্যান্ডের সিগনেচার স্টাইলের জুতা। বিশেষ এই হলুদ রঙের নাম দেওয়া হয়েছে ‘অ্যাসিড ইয়েলো’।
ইতালির মিলানভিত্তিক এই আন্তর্জাতিক ব্র্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। এই ব্র্যান্ডের এই জুতার দাম ১ হাজার ২৭৬ মার্কিন ডলার। টাকার অঙ্কে তা ১ লাখ ৮ হাজার টাকা। এই সাদাসিধে দেখতে রঙিন জুতাটি নাকি কেবল গরমকালে পরার জন্য, এই ব্র্যান্ডের সামার কালেকশনের একটি।