আফগানিস্তানের কান্দাহার কনস্যুলেট থেকে সব ভারতীয় কূটনীতিক ও কর্মীকে বিশেষ উড়োজাহাজে করে দেশে ফিরিয়ে এনেছে নয়াদিল্লি। ভারত সরকারের বরাত দিয়ে গতকাল রোববার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কান্দাহার শহরের কাছে যুদ্ধ বেড়ে যাওয়ায় ভারত সরকার এমন পদক্ষেপ নিল। আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের প্রেক্ষাপটে তালেবান দেশটিতে তাদের নিয়ন্ত্রণ বাড়তে লড়াই জোরদার করেছে।
ভারত সরকারের সূত্র বলছে, দেশটির বিমানবাহিনীর একাধিক উড়োজাহাজে করে কান্দাহার কনস্যুলেট থেকে ভারতীয় কূটনীতিক ও কর্মী মিলিয়ে প্রায় ৫০ জনকে নয়াদিল্লিতে আনা হয়।