বাংলাদেশের স্বাস্থ্য খাতের দুরবস্থার চিত্র কাউকে নতুনভাবে বুঝিয়ে বলার বোধ হয় প্রয়োজন নেই। এই দুরবস্থার জন্য আমরা অনেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে দায়ী করছি। জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে। সংসদ সদস্যদের কেউ কেউ তাঁদের এলাকার স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থার চিত্র তুলে ধরছেন। এটা অন্তত ভালো যে সংসদ সদস্যরা অনেক দেরিতে হলেও স্বাস্থ্য খাতের ভঙ্গুর দশার চিত্র বুঝতে পারছেন।
অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ও সংবাদমাধ্যম এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য খাতে তাদের নিরন্তর প্রচেষ্টার চিত্র বিস্তারিতভাবে জাতির সামনে তুলে ধরছে। কিন্তু এই দুরবস্থার জন্য কি স্বাস্থ্য মন্ত্রণালয় একাই দায়ী? ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সর্বত্রই তো স্বাস্থ্য উপেক্ষিত। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ব্যস্ততা, ক্যারিয়ার গঠন, আরাম-আয়েশ ও সাধ-ইচ্ছা পূরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতিসহ সর্বক্ষেত্রে কি আমরা স্বাস্থ্যকে উপেক্ষা করি না? আর সামাজিক ক্ষেত্রেও কি স্বাস্থ্যের গুরুত্ব আছে? স্বাস্থ্য গঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সামাজিক জায়গা যেমন খেলার মাঠ এবং পার্কের পরিবর্তে বাজার কিংবা অন্য অর্থকরী প্রতিষ্ঠান গড়ে তুলতে বেশি ব্যস্ত থাকি না?