পোশাক কারখানার বাইরে পণ্য উৎপাদনকারী কারখানাগুলোর অবস্থা যে ভালো নয়, সেটা কমবেশি আমরা সবাই জানি। কিন্তু এত দিন আমাদের সবার চোখ ছিল পোশাক খাতের কর্মপরিবেশের দিকে। দেশীয় শিল্পকারখানাকে উপেক্ষা করে গেছে সবাই। দেশে প্রতিনিয়ত উৎপাদনমুখী শিল্প বাড়ছে, শিল্পের বিকাশ ঘটছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দায়িত্ব হচ্ছে নজরদারি করা। যখন যে ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, তাদের দায়িত্ব সেটা নেওয়া। কিন্তু উৎপাদনশীল কারখানায় কর্মপরিবেশ নিশ্চিত করতে তারা কিছুই করতে পারেনি।
২০১৩ সালে রানা প্লাজায় ভবন ধসের পর এখন চলছে ২০২১ সাল। এত বছর পর এসেও সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা বলেন জনবল সংকটের কথা, পরিদর্শক কম। কিন্তু জনবল সংকটের দোহাই দিয়ে দিনের পর দিন তাঁরা দায় এড়াতে পারেন না।