ইউরোর শিরোপাটা ইংল্যান্ডের ‘হোম’ নয়, ইতালির ‘রোমে’ই গেল শেষ পর্যন্ত। জিয়ানলুইজি দোন্নারুমা, লিওনার্দো বোনুচ্চি, জর্জো কিয়েল্লিনি, জর্জিনিওদের দল মেটাল ৫৩ বছরের আক্ষেপ। আক্ষেপ ইউরো না জেতার। ১৯৬৮ সালের পর থেকে দুবার বিশ্বসেরা হলেও ইউরোপের ‘সেরা’ হওয়া হয়নি দেশটার। ইংল্যান্ডকে হারিয়ে বহুদিনের অপ্রাপ্তি ঘোচাল ইংল্যান্ড।
অতিরিক্ত সময়ের পরেও ১-১ গোলে সমতায় থাকা দল দুটিকে আলাদা করল টাইব্রেকার। বিশেষ করে বললে গোলকিপার দোন্নারুমা। জেডন সানচো আর বুকায়ো সাকার পেনাল্টি রুখে দিয়েছেন চিতার ক্ষিপ্রতায়, ওদিকে মার্কাস রাশফোর্ড বল মেরেছেন পোস্টে।
তা টুর্নামেন্ট জিতে ইতালি কত টাকা পেল? ইংল্যান্ডই বা রানার্সআপ হয়ে কত টাকা পেল? টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কে?
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইতালির গোলকিপার দোন্নারুমা। ইউরোর ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো গোলকিপারের হাতে গেল এই পুরস্কার। একই সঙ্গে জার্মানির ম্যাথিয়াস স্যামার, ফ্রান্সের জিনেদিন জিদান ও আতোয়ান গ্রিজমান, গ্রিসের থিওদোরোস জাকোরাকিস, স্পেনের জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তার পাশে বসলেন তিনি।